করোনা থেকে বাঁচার জন‍্য আপনি কি এই নিয়মাবলী পালন করছেন।।।।।।

নিচে কিছু টিপস দেওয়া আছে যেগুলো  সঠিকভাবে পালন করলে কারো করোনা হলেও কোনো শারীরিক সমস‍্যা হবে না :




1. নিয়মিত শরীরচর্চা করতে হবে - যেমন যোগাসন, ফ্রিহ‍্যান্ড ব‍্যায়াম ; যাতে শরীর সবল থাকে।

2. নিয়মিত প্রাণায়াম করতে হবে - যেমন কপালভাতি, অনুলম্বিলম ; যাতে শ্বাসক্রিয়া ঠিক থাকে।

3. দিনে দুবার করে গরম পানীয় খেতে হবে - যেমন গরম জল, লিকার চা ; যাতে ঠান্ডা লেগে না যায় এবং গলা ভালো থাকে।

4. হেলদি খাবার খেতে হবে, তেল ঝাল মশলা জাতীয় খুব রীচ খাবার না খাওয়া উচিৎ - যাতে শরীর সুস্থ থাকে এবং কোনো  রোগ না হয়।।

এইভাবে গড়ে তুলতে হবে রোগ প্রতিরোধক শক্তি।।
যাতে শরীরে করোনা কোনো প্রভাব ফেলতে না পারে।। 
  

Comments

Popular posts from this blog

PELLING ,WEST SIKKIM TOUR

GANGANI , THE GRAND CANYONS of WEST BENGAL TOUR ,GARHBETA , WEST MIDNAPUR

TOP PLACES OF PURULIA TO VISIT IN PURULIA TOUR