এক লাফে অনেকটা বেড়ে গেল বেসরকারী বাসের ভাড়া।।
কলকাতায় আগে যেখানে বেসরকারী ও মিনি বাসের নুন্যতম ভাড়া ছিল যথাক্রমে 7 ও 8, সেখানে এখন বাস চলাচল সম্পূর্ণভাবে শুরু হওয়ার আগেই বাস ভাড়া বেড়ে হল 25 ও 30।
প্রতি চার কিমি দুরত্বে 5 টাকা করে ভাড়া বাড়বে। এই অনুযায়ী 13 - 16 কিমির ভাড়া 35 টাকা ও 17-20 কিমির ভাড়া 40 টাকা। তবে এসি বাস ও দুরপাল্লার বাসের ভাড়া আকাশ ছোঁয়া হতে পারে খুব শীঘ্রই ।।।
আসলে করোনার জন্য সরকার প্রতি বাস পিছু 30 জন ও প্রতি মিনি বাস পিছু 20 জন যাত্রীর অনুপ্রবেশ বেধে দেওেয়ায়, বাসকর্তাদের রুজিরোজগারের কথা মাথায় রেখে বাস ভাড়া বর্ধিত করা হল।।।।।।।।।।।।।।।।।।।।।।।।
Comments
Post a Comment