আজ রাতে 60 থেকে 80 কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী
আজ 10 ই মে থেকে শুরু হতে চলেছে প্রবল বজ্রপাতসহ বৃস্টি
আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আজ রাতে পশ্চিমবঙ্গের উপকুলবর্তি জেলাসহ কলকাতায় প্রবলবেগে ঝড় আসছে এবং বজ্রপাতসহ বৃস্টির সম্ভাবনা আছে। টানা দুই তিন দিন বৃষ্টির পুর্বাভাস।
বৃষ্টির ফলে অনেকটাই কমবে গরম। তবে কালও আকাশ মেঘাছন্ন থাকেব এবং বৃষ্টি হবে।
সবাই ঘরে থাকুন, নিজেকে সুস্থ রাখুন, করোনামুক্ত খাকুন।।
Comments
Post a Comment