রুপনারায়ণ নদী থেকে গ্রামবাসীরা উদ্ধার করল একটি এক মিটার লম্বা শুশুক।।।
12 ই মার্চ পুর্ব মেদিনীপুরের তমলুকের অন্তর্গত জামিট্যা গ্রামে রুপনারায়ণ নদী থেকে পাওয়া যায় একটি 1 মিটার লম্বা শুশুক।
জামিট্যা গ্রামটি কোলাঘাট ও তমলুকের মাঝে রুপনারায়ণ নদীর তীরে অবস্থিত। এই নদীতে আগে প্রচুর শুশুক দেখা যেত। এখন এদের প্রায় না দেখা যায় বললেই চলে। শুশুক হল এক প্রকার ছোট ডলফিন ।
আগে নদীর দিকে তাকিয়ে থাকলেই দেখা যেত শুশুকের খেল। এখন সব অতিত।
তাই অনেক দিন পরে দেখা মেলা শুশুক তাও মৃত অবস্থায় নদীর ধারে পড়ে থাকাটা সত্যিই অদ্ভুত ব্যাপার।
কি কারনে মৃত্যু হয়েছে তা এখন স্পস্ট নয়।
Sera bhai darun♥️♥️♥️👌👌👌👍👍👍
ReplyDeleteSera bhai darun♥️♥️♥️👌👌👌👍👍👍
ReplyDelete