চুল পড়া ও টাকের সমস‍্যা দুর করুন মাত্র এক মাসে তাও ঘরোয়া উপাদানে

মাত্র তিনটি উপাদান ব‍্যবহার করে টাক ও চুল পড়া দুর করুন এবং ঘন সুন্দর চুল পান মাত্র এক মাস ব‍্যবহার করে।




  •             

উপকরন : 
                i) 5/6 টা জবা গাছের পাতা
                ii) 2/3 টে জবা ফুল ( লাল জবা বেশি কার্যকরি)
                iii) নারকেল তেল 

পদ্ধতি : 
               ক) জবার রস :
 জবা পাতা ও ফুল এক সাথে বেটে একটি পাত্রে রেখে তাতে 4 টেবিল চামচ জল দিয়ে হাত দিয়ে ভাল করে চটকে রস বার করে হবে যেটা একটু হরহরে হবে। এবার ছিবড়ে অংশকে অন‍্য পাত্রে রাখতে হবে। রসটা ভাল করে চুলের গোড়ায় লাগাতে হবে। এইভাবে লাগানোর পর 30 মি. / 1 ঘন্টা রেখে তারপর জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। 
এটি রোজ স্নান করার আগে একবার করে লাগাতে হবে। এর সাথে প্রতি সপ্তাহে একবারই শ‍্যাম্পু করতে হবে।
   

               খ) জবার তেল :
অন‍্য পাত্রে রাখা জবার ছিবড়ে একবাটি নারকেল তেলের সাথে মিশিয়ে গরম করে নিলেই তৈরী জবার তেল। এই তেল বোতল এ রেখে এক সপ্তাহ ব‍্যবহার করা যাবে। স্নান করার পর রোজ ই এই তেল মাথায় মাখতে হবে। 

এই দুটি পদ্ধতি নিয়মিত মেনে চললে মাত্র এক মাসেই ফল পাবেন।
তবে ছেলেদের চুল গুড় করে কেটে এই পদ্ধতি ব‍্যবহার করলে বেশি কার্যকরি হবে।




            
                
                

Comments

Popular posts from this blog

PELLING ,WEST SIKKIM TOUR

GANGANI , THE GRAND CANYONS of WEST BENGAL TOUR ,GARHBETA , WEST MIDNAPUR

TOP PLACES OF PURULIA TO VISIT IN PURULIA TOUR