Posts

Showing posts from 2020

Important facts about extreme super cyclone ampan

Image
Extreme super cyclone amphan is moving to the eastern coast of India very fastly. The extreme super cyclone is growing with more power. There are some facts about this extreme super cyclone. There are many types of cyclone. Their speeds are different. Some are most devastating and some are less terrible. Generally this types of cyclone are created in the middle of the Ocean. It is so much devastating in the ocean. Average speed of super cyclone in the ocean is 200 km per hour. But when it enters in land,the power of it decreases and average speed reduces 50 km per hour. The destructivity of cyclone is depend on the speed of the cyclone and also  we can mark cyclones name as per as speed. Generally cyclone affects the coastal areas mostly. There are three types of cyclone as per their speed. One is cyclone. Its speed is from 80 km per hour  to 120 km per hour.  Second is super cyclone. Its speed is from 120 km per hour to 160 km per hour.  Third is extreme super cyclo...

করোনা থেকে বাঁচার জন‍্য আপনি কি এই নিয়মাবলী পালন করছেন।।।।।।

Image
নিচে কিছু টিপস দেওয়া আছে যেগুলো  সঠিকভাবে পালন করলে কারো করোনা হলেও কোনো শারীরিক সমস‍্যা হবে না : 1. নিয়মিত শরীরচর্চা করতে হবে - যেমন যোগাসন, ফ্রিহ‍্যান্ড ব‍্যায়াম ; যাতে শরীর সবল থাকে। 2. নিয়মিত প্রাণায়াম করতে হবে - যেমন কপালভাতি, অনুলম্বিলম ; যাতে শ্বাসক্রিয়া ঠিক থাকে। 3. দিনে দুবার করে গরম পানীয় খেতে হবে - যেমন গরম জল, লিকার চা ; যাতে ঠান্ডা লেগে না যায় এবং গলা ভালো থাকে। 4. হেলদি খাবার খেতে হবে, তেল ঝাল মশলা জাতীয় খুব রীচ খাবার না খাওয়া উচিৎ - যাতে শরীর সুস্থ থাকে এবং কোনো  রোগ না হয়।। এইভাবে গড়ে তুলতে হবে রোগ প্রতিরোধক শক্তি।। যাতে শরীরে করোনা কোনো প্রভাব ফেলতে না পারে।।    

আগামীকাল পশ্মিমবঙ্গে আছড়ে পড়বে প্রবল ঘুর্ণিঝড়।।।।

Image
কাল 17 ই মে তে আসতে চলেছে প্রবল ঘুর্ণিঝড় ও বজ্রপাতসহ বৃস্টি           আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী কালকে পশ্চিমবঙ্গের উপকুলবর্তি জেলাসহ কলকাতায় প্রবলবেগে ঘুর্ণিঝড় আসছে এবং বজ্রপাতসহ বৃস্টির সম্ভাবনা আছে। টানা দুই তিন দিন ঝড়বৃষ্টির পুর্বাভাস।          বৃষ্টির ফলে অনেকটাই কমবে গরম। তবে কালও আকাশ মেঘাছন্ন থাকেব এবং বৃষ্টি হবে।  সবাই ঘরে থাকুন, নিজেকে সুস্থ রাখুন, করোনামুক্ত খাকুন।।

এক লাফে অনেকটা বেড়ে গেল বেসরকারী বাসের ভাড়া।।

Image
কলকাতায় আগে যেখানে বেসরকারী ও মিনি বাসের নুন‍্যতম ভাড়া ছিল  যথাক্রমে 7 ও 8, সেখানে এখন বাস চলাচল  সম্পূর্ণভাবে শুরু হওয়ার আগেই বাস ভাড়া বেড়ে হল 25 ও 30।            প্রতি চার কিমি দুরত্বে 5 টাকা করে ভাড়া বাড়বে। এই অনুযায়ী 13 - 16 কিমির ভাড়া 35 টাকা ও 17-20 কিমির ভাড়া 40 টাকা। তবে এসি বাস ও দুরপাল্লার বাসের ভাড়া আকাশ ছোঁয়া হতে পারে খুব শীঘ্রই ।।। আসলে করোনার জন্য  সরকার  প্রতি বাস পিছু 30 জন ও প্রতি মিনি বাস পিছু 20 জন যাত্রীর অনুপ্রবেশ বেধে দেওেয়ায়, বাসকর্তাদের রুজিরোজগারের কথা মাথায় রেখে বাস ভাড়া বর্ধিত  করা হল।।।।।।।।।।।।।।।।।।।।।।।।

রুপনারায়ণ নদী থেকে গ্রামবাসীরা উদ্ধার করল একটি এক মিটার লম্বা শুশুক।।।

Image
12 ই মার্চ পুর্ব মেদিনীপুরের তমলুকের অন্তর্গত জামিট‍্যা গ্রামে রুপনারায়ণ নদী থেকে পাওয়া যায় একটি 1 মিটার লম্বা শুশুক।                                            জামিট‍্যা গ্রামটি কোলাঘাট ও তমলুকের মাঝে রুপনারায়ণ নদীর তীরে অবস্থিত। এই নদীতে আগে প্রচুর শুশুক দেখা যেত। এখন এদের প্রায় না দেখা যায় বললেই চলে। শুশুক হল এক প্রকার ছোট ডলফিন । আগে নদীর দিকে তাকিয়ে থাকলেই দেখা যেত শুশুকের খেল। এখন সব অতিত।  তাই অনেক দিন পরে দেখা মেলা শুশুক তাও মৃত অবস্থায়  নদীর ধারে পড়ে থাকাটা সত‍্যিই অদ্ভুত ব‍্যাপার।  কি কারনে মৃত‍্যু হয়েছে তা এখন স্পস্ট নয়। 

চুল পড়া ও টাকের সমস‍্যা দুর করুন মাত্র এক মাসে তাও ঘরোয়া উপাদানে

Image
মাত্র তিনটি উপাদান ব‍্যবহার করে টাক ও চুল পড়া দুর করুন এবং ঘন সুন্দর চুল পান মাত্র এক মাস ব‍্যবহার করে।              উপকরন :                  i) 5/6 টা জবা গাছের পাতা                 ii) 2/3 টে জবা ফুল ( লাল জবা বেশি কার্যকরি)                 iii) নারকেল তেল  পদ্ধতি :                 ক) জবার রস :  জ বা পাতা ও ফুল এক সাথে বেটে একটি পাত্রে রেখে তাতে 4 টেবিল চামচ জল দিয়ে হাত দিয়ে ভাল করে চটকে রস বার করে হবে যেটা একটু হরহরে হবে। এবার ছিবড়ে অংশকে অন‍্য পাত্রে রাখতে হবে। রসটা ভাল করে চুলের গোড়ায় লাগাতে হবে। এইভাবে লাগানোর পর 30 মি. / 1 ঘন্টা রেখে তারপর জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।  এটি রোজ স্নান করার আগে একবার করে লাগাতে হবে। এর সাথে প্রতি সপ্তাহে একবারই শ‍্যাম্পু করতে হবে।                    খ) জবার তেল : অন‍্য পাত্রে রাখা জবার ছিব...

আজ রাতে 60 থেকে 80 কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী

Image
আজ 10 ই মে থেকে শুরু হতে চলেছে প্রবল বজ্রপাতসহ বৃস্টি           আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আজ রাতে পশ্চিমবঙ্গের উপকুলবর্তি জেলাসহ কলকাতায় প্রবলবেগে ঝড় আসছে এবং বজ্রপাতসহ বৃস্টির সম্ভাবনা আছে। টানা দুই তিন দিন বৃষ্টির পুর্বাভাস।          বৃষ্টির ফলে অনেকটাই কমবে গরম। তবে কালও আকাশ মেঘাছন্ন থাকেব এবং বৃষ্টি হবে।  সবাই ঘরে থাকুন, নিজেকে সুস্থ রাখুন, করোনামুক্ত খাকুন।।

TOP PLACES TO VISIT IN RAJASTHAN , RAJASTHAN TOUR PLAN

Image
Whole Rajasthan tour in 12 days                  Day 1 : (Bikaner) Junagarh Fort :  It is situated in Bikaner , Rajasthan .  Camel Farm :  It is also situated in Bikaner. Day 2 : (Jaisalmeer) Koroni mata  Mandir: It is situated in Jaisalmeer . War Museum :  It is situated in Jaisalmeer . Day 3 : (Jaisalmeer)  1. Pataya Haveli :  2. Bada Bagh :  3. Jaisalmeer Fort (Sonar Kella ) :  4. Dessert Safari : Day 4 : (Jodhpur)  Mehrangarg Fort :  It is situated in Jodhpur.  Thada Temple :  It is also situated in Jodhpur . Day 5 : ( Jodhpur )  Ummed Bhawan :  It is also situated in Jodhpur . Mountabu :  It is also situated in Jodhpur . Day 6 :  1. Sankarmath : 2. Prajapati Brahmakumari Ashram : ...