Interesting places to visit in Pelling, West Sikkim SKY WALK: The view from the skywalk is heavenly . KECHIPERI LAKE : The atmosphere is very pleasant. STATUE OF SANGACHULING MONASTERY: The statue is very big and beautiful . It is situated in chenrezing Pelling . VIEW OF KANCHANJHANGHA : It is just like a dream comes to you . PEMAYANGTSE MONASTERY : It is a very famous monastery with amazing atmosphere ORANGE GARDEN : It looks so beautiful with smell of oranges hanging from the trees . THE WAY : The way to the hill EAST SIKKIM TOUR : Click here NORTH SIKKIM TOUR : Click here SOUTH SIKKIM TOUR : Click here
নিচে কিছু টিপস দেওয়া আছে যেগুলো সঠিকভাবে পালন করলে কারো করোনা হলেও কোনো শারীরিক সমস্যা হবে না : 1. নিয়মিত শরীরচর্চা করতে হবে - যেমন যোগাসন, ফ্রিহ্যান্ড ব্যায়াম ; যাতে শরীর সবল থাকে। 2. নিয়মিত প্রাণায়াম করতে হবে - যেমন কপালভাতি, অনুলম্বিলম ; যাতে শ্বাসক্রিয়া ঠিক থাকে। 3. দিনে দুবার করে গরম পানীয় খেতে হবে - যেমন গরম জল, লিকার চা ; যাতে ঠান্ডা লেগে না যায় এবং গলা ভালো থাকে। 4. হেলদি খাবার খেতে হবে, তেল ঝাল মশলা জাতীয় খুব রীচ খাবার না খাওয়া উচিৎ - যাতে শরীর সুস্থ থাকে এবং কোনো রোগ না হয়।। এইভাবে গড়ে তুলতে হবে রোগ প্রতিরোধক শক্তি।। যাতে শরীরে করোনা কোনো প্রভাব ফেলতে না পারে।।
কলকাতায় আগে যেখানে বেসরকারী ও মিনি বাসের নুন্যতম ভাড়া ছিল যথাক্রমে 7 ও 8, সেখানে এখন বাস চলাচল সম্পূর্ণভাবে শুরু হওয়ার আগেই বাস ভাড়া বেড়ে হল 25 ও 30। প্রতি চার কিমি দুরত্বে 5 টাকা করে ভাড়া বাড়বে। এই অনুযায়ী 13 - 16 কিমির ভাড়া 35 টাকা ও 17-20 কিমির ভাড়া 40 টাকা। তবে এসি বাস ও দুরপাল্লার বাসের ভাড়া আকাশ ছোঁয়া হতে পারে খুব শীঘ্রই ।।। আসলে করোনার জন্য সরকার প্রতি বাস পিছু 30 জন ও প্রতি মিনি বাস পিছু 20 জন যাত্রীর অনুপ্রবেশ বেধে দেওেয়ায়, বাসকর্তাদের রুজিরোজগারের কথা মাথায় রেখে বাস ভাড়া বর্ধিত করা হল।।।।।।।।।।।।।।।।।।।।।।।।
Comments
Post a Comment